অনুমতি নিয়েই সুপারশপ উদ্বোধনে গিয়েছিলেন সাকিব!

ক্রিকেট দুনিয়া November 7, 2020 1,392
অনুমতি নিয়েই সুপারশপ উদ্বোধনে গিয়েছিলেন সাকিব!

শুক্রবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান। এর আগেও তিনি বহুবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। তবে এবারের ফেরা আর বাকি দশবারের মাঝে তরতফাত আকাশ পাতাল। ১ বছরের নিষেধাজ্ঞা শেষে দেশে ফিরে উচ্ছ্বসিত সাকিব। বিমানবন্দরে তাই গণমাধ্যমের কাছে বলেন, “এবার স্বস্তি নিয়েই দেশে আসলাম। এর আগে যখন এসেছি, তখন এমন স্বস্তিতে ছিলাম না।”


দেশে ফিরে একই দিন গুলশানে গিয়েছিলেন সুপারশপ উদ্বোধনের ফিতা কাটতে। এই ফিতা কাটা নিয়ে অবশ্য সৃষ্টি হয়েছে কিছুটা অস্বস্তিকর খবর। দেশের বিভিন্ন গণমাধ্যমগুলো দাবি করেছে, দেশে ফিরে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তা মানেন নি সাকিব। যদিও সাকিবকে প্রধান অতিথি করে নিয়ে আসা প্রতিষ্ঠান ইউনিলাইফের চেয়ারম্যান খালেদুর রহমান কালেরকণ্ঠকে বলেন, তাঁরা স্বাস্থ্যবিধি ভাঙেননি। নিয়ম মেনেই তারা সাকিবকে আমন্ত্রণ জানিয়েছিলেন।


উল্লেখ্য যে, ২৯ অক্টোবর দেশে ফিরে পরের দিনই অনুশীলনে নেমেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনিও মানেন নি ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নীতিমালা। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে নিয়ে দেশে আসা বিদেশী কোচরাও ধার ধারেন নি কোয়ারেন্টাইনের। তবে তাদের সবারই করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল। এবং বিদেশি কোচ ও দেশের বাইরে থেকে আসা খেলোয়াড়দের জন্য বিশেষ ছাড়পত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়ে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই নীতি প্রযোজ্য হয়েছে সাকিবের বেলাতেও। তারও কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছিল।


ঠিক একইভাবে সাকিবের বেলায় সুপারশপটির চেয়ারম্যানের ভাষ্যমতে, তারাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে মৌখিক অনুমোদন নিয়েই সাকিবকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং এখানে সাকিবেরও দায় নেই উল্লেখ করে তিনি বলেন, “আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে আমাদের মৌখিকভাবে জানানো হয় যে কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকলে কোনো সমস্যা নেই। বিষয়টি সাকিবকে জানানোর পরই উনি আসতে সম্মতি দেন।”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি