আমার দায়িত্ব এখন ভালোবাসার প্রতিদান দেওয়া: সাকিব

ক্রিকেট দুনিয়া November 6, 2020 905
আমার দায়িত্ব এখন ভালোবাসার প্রতিদান দেওয়া: সাকিব

যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যরাতে দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কাতার এয়ারলাইন্স যোগে রাত ২টায় সপরিবারে এ তারকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।


জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত বছর এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। যা শেষ হয়েছে গত ২৯ অক্টোবর। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আয়োজিত টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে এই অলরাউন্ডারের। সেই লক্ষ্যেই তিনি দেশে ফিরছেন। আর তার দুঃসময়ে ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে চান সাকিব।


রাতে দেশে ফেরার পর গণমাধ্যমকে তিনি বলেন, “আপনাদের দেখে ভালো লাগছে। অবশ্যই এবার যখন দেশে এসেছি একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি তখন তো এরকম স্বস্তিতে ছিলাম না। কিন্তু এখন সে জায়গা থেকে অনেক রিলিফ। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেওয়া।”


তিনি আরও বলেন, “অন্যান্যবার হয়তো কোনো জায়গা থেকে খেলে আসি বা কোনো জায়গা থেকে ঘুরে দেশে ফিরি। এবারও হয়তো কোনো একটা কাজ শেষে আসলাম দেশে। কিন্তু এবার যেটা হল মাথার ওপর যে চাপ ছিল সেটা ঝেড়ে আসতে পারলাম।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪