আজ আইপিএল প্লে-অফের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।
নক আউট ম্যাচে যেই দল জিতবে তারা দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে পরবর্তী ম্যাচে। অপর দলকে আইপিএল ২০২০ থেকে নিতে হবে বিদায়। তাই আজকের ম্যাচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল।
আইপিএলের এলিমিনেটরে বিরাট কোহলি বনাম ডেভিড ওয়ার্নারের দলের লড়াইকে ঘিরে তুঙ্গে উন্মাদনার পারদ। প্রতিযোগিতার শুরুটা দুরন্ত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু প্রতিযোগাতির দ্বিতীয় পর্বে এসে কিছুটা ছন্দ হারায় কোহলিরা।
এমনকী শেষ চারটি ম্যাচের প্রত্যেকটিতেই হারের মুখ দেখতে হয়েছে আরসিবিকে। প্রথম দিকে ম্যাচ জেতা থাকায় শেষে চার নম্বর দল হিসেবে প্লে অফে পৌছেছে ব্যাঙ্গালোর।
অপরদিকে, ফর্ম ওঠা নামা করলেও, প্রতিযোগিতার গ্রুপ পর্বের শেষের দিকে দুরন্ত ছন্দে ফেরে সানরাইজার্স হায়দরবাদ। পরপর তিনটি ম্যাচ জিতে প্লে অফে পৌঁছায় ডেভিড ওয়ার্নারের দল। শেষে ম্যাচে ১০ উইকেটে মুম্বাইকে হারায় সানরাইজার্স। ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে কেকেআরকে পেছনে ফেলে প্লে অফের টিকিট পাকা করে তারা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য সেরা একাদশ:
দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, উসুরু উদানা, নভদীপ সাইনি, ক্রিস মরিস, সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য সেরা একাদশ:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, রশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, টি নটরাজন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪