দিল্লিকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে মুম্বাই

ক্রিকেট দুনিয়া November 6, 2020 1,369
দিল্লিকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে মুম্বাই

আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ নিয়ে ষষ্ঠবারের মতো ফাইনাল নিশ্চিত করলো তারা।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০০ রান তোলে। জবাবে দিল্লি ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি।


বল হাতে মুম্বাইর জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২ ওভার বল করে ১ মেডেনসহ ৯ রান দিয়ে ২টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। তারা দুজনই মূলত দিল্লিকে জয়ের রাস্তা থেকে ছিটকে দেন।


ব্যাট হাতে দিল্লির মার্কাস স্টয়েনিস সর্বোচ্চ ৬৫ রান করেন। ৪৬ বল খেলে ৬ চার ও ৩ ছক্কায় এই রান করেন তিনি। ৩৩ বলে ৪২ রান করেন অক্ষর প্যাটেল। কাগিসু রাবাদা অপরাজিত ১৫ ও শ্রেয়াস আয়ার ১২ রান করেন।


তার আগে মুম্বাইর বড় সংগ্রহে ব্যাট হাতে অবদান রাখেন ইশান কিশান, সূর্য কুমার যাদব, কুইন্টন ডি কক ও হার্দিক পান্ডিয়া।


কিশান ৩০ বলে ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ অপরাজিত ৫৫ রান করেন। ৩৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন যাদব। ডি ককের ব্যাট থেকে আসে ৪০টি রান। আর শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১৪ বলে ৫ ছক্কায় ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২০০ এর কোটায় নিয়ে যান।


বল হাতে দিল্লির সেরা বোলার ছিলেন রবীচন্দ্রন অশ্বিন। তিনি ২৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। - ডেইলি বাংলাদেশ