নিষিদ্ধ হতে পারেন বিশ্বকাপের আগেই জানতেন সাকিব

ক্রিকেট দুনিয়া November 5, 2020 1,200
নিষিদ্ধ হতে পারেন বিশ্বকাপের আগেই জানতেন সাকিব

যেকোন সময় আসছে নিষেধাজ্ঞা। মাথার উপর হিমালয় সম দুশ্চিন্তা। অন্যদিকে তাঁর দুই কাঁধে চাপা ১৮ কোটি মানুষের প্রত্যাশার চাপ। তবুও সাকিব টলে যাননি। সাকিবরা দুমড়ে-মুচড়ে যায়না। তাদের জন্মই যমুনা সেতুর এক একটি পিলারের ন্যায়। যার উপর দিয়ে বয়ে চলা অবিরাম প্রয়োজন। ২ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন যেটি আইসিসির তদন্ত কর্মকর্তা আর সাকিব ছাড়া জানতেন না কেউ।


টুর্নামেন্ট চলাকালীন সময়েও পড়তে হয়েছে আইসিসির তদন্ত কর্মকর্তাদের জেরার মুখে বারবার মর্মান্তিক দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিলো সাকিবকে। তবুও সাকিব সাবলিল, সাকিব নির্লিপ্ত, সাকিব হিংস্র। ব্যাটে রানের ক্ষুধা, বল হাতে শিকার ধরার তাড়না।


কেমন ছিল সেই খারাপ সময়? ভক্তদের প্রশ্ন উত্তর পর্বে ইউটিউব চ্যানেলে সাকিব বলেন, “আমার তো মনে হয় খুবই চ্যালেঞ্জিং, এতসব জেনে বিশ্বকাপ খেলা। কারণ অনেক দিন থেকেই এটার তদন্ত চলছিল। নিয়মিত ওরা আমার সঙ্গে যোগাযোগ রাখছিল, স্বাভাবিকভাবেই আমার জন্য খুবই অস্বস্তিকর ছিল। এটা কখনই একজন খেলোয়াড়ের জন্য সুন্দর অনুভূতি না। সেদিক থেকে অবশ্যই অনেক কঠিন সময় ছিল।”


তবুও সাকিব সকল দুশ্চিন্তা আর প্রত্যাশার চাপকে তুড়ি মেরে করেছেন আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান। ৮ ম্যাচে হাঁকিয়েছেন ৫ ফিফটি আর ২ সেঞ্চুরি। পর পর ৮ ম্যাচেই চল্লিশোর্ধ্ব রান। নেই বিশ্বের আর কারও। ৮৬.৫৭ এভারেজটাও চোখ কপালে তুলে দেয়ার মত। সাথে ৯৬.৩ ঈর্ষনীয় স্ট্রাইক রেট। বল হাতে বৈরি কন্ডিশনে ৮ ম্যাচে শিকার ১১ উইকেট। ছিলেন ম্যান অফ দ্যা টুর্নামেন্টের সবচেয়ে যোগ্য দাবিদার। দলের ব্যর্থতায় সেটি পার পাওয়া হয়নি তার।


এমন চাপেও কীভাবে সাকিব ছিলেন এমন অতিমানবীয়? জানিয়েছেন তিনি নিজেই। সাকিব আল হাসান বলেন, “ওই ঘটনা (নিষেধাজ্ঞার তদন্তের চাপ) বিশ্বকাপের পারফরম্যান্সের প্রভাবক, এরকম না। তবে তদন্ত শুরু হয়েছিল নভেম্বর ডিসেম্বরের দিকে। বিশ্বকাপের আগেও আমি নিষিদ্ধ হতে পারতাম। তবে সেটা হয়নি। কিন্তু ওটা কখনই মাথায় কাজ করেনি যে ওটার (নিষেধাজ্ঞা আসছে) জন্য ভাল করতেই হবে।”


সাকিব আরও বলেন, “বিশ্বকাপে আমার ভাল কিছু করা দরকার ছিল। কারণ এর আগে যতগুলো বিশ্বকাপ খেলেছি বলার মত কিছু করিনি। নিজের নামের পাশে যেহেতু একটা রেপুটেশন আছে। কখনই মনে হয়নি বিশ্ব পর্যায়ে সেই রেপুটেশন তুলে ধরতে পারছিলাম। বয়সটাও আমার পক্ষে ছিল। যে বয়সে মানুষ সেরা ছন্দে থাকে।”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি