রাতে মুখোমুখি হচ্ছে দিল্লি-মুম্বাই, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া November 5, 2020 2,045
রাতে মুখোমুখি হচ্ছে দিল্লি-মুম্বাই, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম কোয়ালিফাইয়ের ম্যাচে আজ মুখোমুখি আসরের টপ দল মুম্বাই ইন্ডিয়ান্স ও দুই নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস। জিতলেই ফাইনাল, এমন সমীকরণ নিয়ে বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবেন তারা।


মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচে রোহিত শর্মা ফেরার পর মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য স্বস্তির খবর পাওয়া গেছে। মুম্বাই এই মৌসুমে শক্তিশালী দলের মতো খেলেছে। উদ্বোধনী ব্যাটিংয়ে কুইন্টন ডি কক, রোহিত শর্মা এবং ঈশান কিশান ভালো পারফরম্যান্স করেছেন, মিডল অর্ডারে সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া সহ কাইরন পোলার্ড তাদের উদ্যোগ দেখিয়েছেন। বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ এবং ট্রেন্ট বোল্ট দুর্দান্ত ফর্মে রয়েছেন।


অপরদিকে এই বছর দিল্লির দুর্দান্ত শুরু হয়েছিল, তবে চূড়ান্ত ম্যাচগুলিতে দিল্লি হুড়মুড় করে হারে। ব্যাঙ্গালোরের বিপক্ষে শেষ ম্যাচে দলটি জয়ে ফিরে এসে প্লে অফে জায়গা করে নিয়েছিল। উদ্বোধনী ব্যাটিংয়ে শিখর ধাওয়ান দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার ও মার্কাস স্টাইনাস দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই টুর্নামেন্টে দিল্লির বোলিং সবচেয়ে দর্শনীয় হয়েছে। আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।



মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য সেরা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুল্টার-নাইল, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ধবল কুলকার্নি।


দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ:

শিখর ধাওয়ান, পৃত্থি শ, স্রেয়াশ আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), আজিঙ্কা রাহানে, মার্কাস স্টোইনিজ, অক্ষর প্যাটেল, রবিচন্দ্র অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে, ড্যানিয়েল শামস।


সূত্রঃ স্পোর্টসজোন২৪