সাকিব ও তার ভক্তদের জন্য চমকে ওঠার মতো খবর। আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ায় সাকিব আবারও ফিরলেন র্যাংকিংয়ে। আজ আইসিসি প্রকাশিত নতুন ওয়ানডে র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার মধ্যে ৩৭৩ রেটিং নিয়ে শীর্ষে থেকেই ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাধারণত একেকটি সিরিজ শেষে আইসিসি র্যাংকিং প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বুধবার (৪ নভেম্বর) ওয়ানডে র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাকিস্তান -জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের পর আরেক দফা র্যাংকিং ঘোষণা দিয়েঝে আইসিসি। এবার এখানে নাম এসেছে সাকিব আল হাসানের।
নিষেধাজ্ঞার কারণে গেলো বছরে আইসিসির সব র্যাংকিং থেকে সাকিবের নাম মুছে ফেলা হয়। কিন্তু এখন মুক্ত সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেই কোনো বাঁধা। স্বাভাবিকভাবেই সাকিবের নাম ঠাঁই পেয়েছে আইসিসির র্যাংকিংয়ে।
নিষেধাজ্ঞায় পড়ার আগে ৩৯৪ রেটিং নিয়ে ওয়ানডেতে দ্বিতীয় স্থানে ছিলেন সাকিব, মোহাম্মদ নাবী ৩০১ রেটিং নিয়ে গতকাল পর্যন্ত ৩০১ রেটিং নিয়ে ওয়ানডের ১ নাম্বার অলরাউন্ডার হিসেবে অবস্থান করছিলেন। কিন্তু আজ নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ওয়ানডের দুইয়ে শেষ করা সাকিব উঠে এসেছেন ১ নাম্বারে।
জিম্বাবুয়ে-পাকিস্তান টি-২০ সিরিজ শেষে নতুন র্যাঙ্কিং প্রকাশ হলে সেখানে প্রবেশ করবেন সাকিব। এরপর আগামী ডিসেম্বর নিউজিল্যান্ড-উইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের পর নতুন টেস্ট র্যাঙ্কিং প্রকাশ হলে তখন প্রবেশ করবেন সাকিব।
সূত্রঃ অনলাইন