দেখে নিন আইপিএলের প্লে-অফে কে কোনদিন কার মুখোমুখি হবে

ক্রিকেট দুনিয়া November 4, 2020 2,383
দেখে নিন আইপিএলের প্লে-অফে কে কোনদিন কার মুখোমুখি হবে

শেষ হলো আইপিএলের লিগ পর্বের ৫৬ ম্যাচে ৮ দলের জমজমাট লড়াই। যেখানে প্লে-অফে ৪ দল নির্ধারণের জন্য লড়াই ছিল শেষ ম্যাচ পর্যন্ত। লিগ পর্বের শেষ ম্যাচের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে-অফ নিশ্চিত করে। লড়াই ছিল সানরাইজার্স হায়দরাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কে যাবে প্লে অফে?


লিগের শেষ ম্যাচে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ। মুম্বাই জিতলে প্লে অফে চলে যাবে কেকেআর। আর হায়দরাবাদ জিতলে প্লে অফে পৌঁছে যাবে সানরাইজার্স হায়দরাবাদ। এই ছিল সহজ সমীকরণ। মুম্বাইকে ১০ উইকেটে হারিয়ে প্লে অফে জায়গা পাকা করে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।


হায়দরাবাদের কাছে শেষ ম্যাচে হারের পর মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ দাঁড়ায় ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট। শীর্ষে অবস্থান করছে রোহিতের দল। ১৪ ম্যচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস।


তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম কোয়ালিফায়ারে জিতলে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করা যাবে। হারলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ মিলবে।


মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে। তাদের সংগ্রহ ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সেরও সংগ্রহ ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট। তবে হায়দরাবাদের নেট রানরেট আরসিবি ও কেকেআরের থেকে ভালো হওয়ায় তারা তিন নম্বরে থাকে।


আরসিবির নেট রানরেট কলকাতা নাইট রাইডার্সের থেকে ভালো হওয়ায় চারা চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয়। কেকেআরকে বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে। তারা পাঁচ নম্বরে থেকে আইপিএল ২০২০ অভিযান শেষ করে।


সুতরাং এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে আরসিবি ও হায়দরাবাদ। ম্যাচে যে দল জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা ফাইনালে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের মুখোমুখি হবে ফাইনালে।


প্লে-অফের সূচি:-

৫ নভেম্বর (বৃহস্পতিবার):- মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (প্রথম কোয়ালিফায়ার, দুবাই, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।


৬ নভেম্বর (শুক্রবার):- সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (এলিমিনেটর, আবু ধাবি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।


৮ নভেম্বর (রবিবার):-

দ্বিতীয় কোয়ালিফায়ার (আবু ধাবি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।


১০ নভেম্বর, মঙ্গলবার-দুবাইয়ে ২০২০ আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি প্রথম এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল (খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টা)


সূত্রঃ স্পোর্টসজোন২৪