পিএসএল খেলতে অনাপত্তিপত্র পাচ্ছেন তামিম-রিয়াদ

ক্রিকেট দুনিয়া November 3, 2020 1,365
পিএসএল খেলতে অনাপত্তিপত্র পাচ্ছেন তামিম-রিয়াদ

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। নভেল করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া টুর্নামেন্টের প্লে-অফে খেলবেন অভিজ্ঞ দুই ক্রিকেটার।


বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম খেলবেন লাহোর কালান্দার্সে। আর মুলতান সুলতানসে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ।টুর্নামেন্টটির শেষ ধাপে খেলার জন্য দুই ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছি এবং আমরা বলেছি যে তারা (তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ) চাইলে যেতে পারে। সেটার আন্ডার প্রসেস আছে। তারা আমাদের কাছে আবেদন করেছেন এবং বোর্ড এটা পজিটিভলি দেখছে।”


এছাড়া তাদের কোয়ারেন্টাইন নিয়ে তিনি আরও বলেন, “যারা বিদেশ থেকে আসে তাদের একটা সরকারের নির্ধারিত নীতিমালা আছে। তারপরও আমাদের কিছু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, আমরা গত টুর্নামেন্টে ওই প্র্যাকটিসটা করেছিলাম।


যারা ফরেন কোচ এসেছিলেন এবং অন্যান্য সাপোর্ট স্টাফ কোয়ারেন্টাইনে ছিলেন। এই ধরনের কোন প্রটোকল কার্যকর করা যায় কি-না সে ব্যাপারে সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আমরা প্রসিড করব।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪