টি-টোয়েন্টি মূলত ব্যাটসম্যানদের খেলা। বোলাররা তেমন সুবিধা পান না। দর্শকরাও চার-ছক্কা দেখতে চান বলে ব্যাটসম্যানরা সুবিধা পান বেশি। তবে আইপিএলের আসরে এমন কিছু বোলার খেলেছেন বা খেলছেন যাদের বিপক্ষে রান তোলা বেশ কঠিন।
আইপিএল ইতিহাসের মিতব্যয়ী বোলারদের তালিকা পর্যালোচনা করলে দেখা যায় শীর্ষ ১০ মিতব্যয়ী বোলারের মধ্যে ৮ জনই স্পিনার। মিতব্যয়ী বোলারদের তালিকায় সবার শীর্ষে রয়েছে আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান। ৫৯ ম্যাচ খেলা রশিদের বোলিং ইকোনমি মাত্র ৬.২২।
৬.৫৭ ইকোনমি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কিংবদন্তি লেগ-স্পিনার অনিল কুম্বলে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা ও শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন রয়েছেন যথাক্রমে চার ও পাঁচে।
• আইপিএল ইতিহাসের সেরা ১০ মিতব্যয়ী বোলারদের তালিকা
১) রশিদ খান (৬.২২)
২) অনিল কুম্বলে (৬.৫৭)
৩) গ্লেন ম্যাকগ্রা (৬.৬১)
৪) মুত্তিয়া মুরালিধরন (৬.৬৭)
৫) ভন ডার মারভে (৬.৭৪)
৬) সুনিল নারিন (৬.৭৭)
৭) ড্যানিয়েল ভেট্টরি (৬.৭৮)
৮) ওয়াশিংটন সুন্দর (৬.৮০)
৯) রবিচন্দ্রন অশ্বিন (৬.৮৪)
১০) ডেল স্টেইন (৬.৯১)
সূত্রঃ অনলাইন