রাতে মুখোমুখি হচ্ছে মুম্বাই-হায়দরাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া November 3, 2020 1,407
রাতে মুখোমুখি হচ্ছে মুম্বাই-হায়দরাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ

আজ (মঙ্গলবার) রাতে আইপিএলের ১৩তম আসরের প্রথম পর্বের শেষ ম্যাচে লড়বে টেবিল টপার মুম্বাই ইন্ডিয়ানস ও পাঁচে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, টেবিলের শীর্ষেই থাকবে মুম্বাই। কেননা ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে তারা।


যার ফলে এ ম্যাচটিতে প্লে-অফের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন পোলার্ড-পান্ডিয়ারা। তবে এতটা সহজ অবস্থায় নেই সানরাইজার্স হায়দরাবাদ। তাদের একদমই নির্ভার হওয়ার সুযোগ নেই এই ম্যাচে। কেননা হারলেই বেজে যাবে বিদায়ঘণ্টা, জিতলে মিলবে প্লে-অফের টিকিট।


১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের অবস্থান এখন পাঁচ নম্বরে। তবে নেট রানরেট ভালো থাকায় ওয়ার্নারদের সামনে চারের মধ্যে থাকার ভালো সুযোগ আছে। আজ মুম্বাইকে হারাতে পারলে সানরাইজার্সের পয়েন্ট দাঁড়াবে ১৪; যা কলকাতা নাইট রাইডার্সেরও আছে।


তবে কেকেআরের -০.২১৪’র তুলনায় রানরেট ০.৫৫৫ হওয়ায় ওপরে উঠে যাবে সানরাইজার্স। চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই তখন সহজ হয়ে যাবে। তবে হেরে গেলে বাদ পড়ে যাবেন ওয়ার্নাররা।


মুম্বইা ইন্ডিয়ান্সের সম্ভাব্য সেরা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুল্টার-নাইল, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ধবল কুলকার্নি।


সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য সেরা একাদশ:

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, রশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, টি নটরাজন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪