পাকিস্তান সফরে দ্বিতীয় সারির দল পাঠাবে ইংল্যান্ড!

ক্রিকেট দুনিয়া November 3, 2020 1,741
পাকিস্তান সফরে দ্বিতীয় সারির দল পাঠাবে ইংল্যান্ড!

২০০৯ সালে লাহোরে শ্রীলংকান ক্রিকেটারদের বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর এই প্রথম পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


আগামী জানুয়ারিতে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে এ সফরে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল খেলবে পাকিস্তানের মাঠে।


বিষয়টি নিশ্চিত করে রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি বলেছেন, জানুয়ারিতে ইংল্যান্ড জাতীয় দল শ্রীলংকা সফরে থাকবে। তাই তাদের দ্বিতীয় সারির দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পাকিস্তান সফরে আসবে।


এর আগে ২০০৫ সালে পাকিস্তান সফর করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। ১৫ বছর পর ফের পাকিস্তানে খেলতে যাবে ইংল্যান্ডের কোনো দল। - যুগান্তর অনলাইন