প্লে-অফের জায়গা আমাদের প্রাপ্য : বিরাট কোহলি

ক্রিকেট দুনিয়া November 3, 2020 1,950
প্লে-অফের জায়গা আমাদের প্রাপ্য : বিরাট কোহলি

নিজেদের হাতেই ছিল প্লে-অফের ভাগ্য ছিল। তা নিজেদের হাতেই রাখল দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার জেরে ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে শেষ করল দিল্লি। আর ম্যাচ হারলেও প্লে-অফের টিকিট পেয়ে গেল ব্যাঙ্গালোর। তৃতীয় বা চতুর্থ স্থানে যেখানেই বিরাট কোহলি শেষ করবেন, তাঁদের প্রথম এলিমিনেটরে খেলতে হবে।



এদিন বিরাট কোহলি বলেন, এটা মিশ্র অনুভূতি। আমি টসের সময় বলছিলাম যে আমরা চেষ্টা করব এবং নিজেদের পক্ষে ফলাফল নিয়ে আসার চেষ্টা থাকবে। সম্ভবত ১১ তম ওভারে দলের ম্যানেজমেন্টের তরফে ১৭.৩ ওভারের গণ্ডির বিষয়ে জানানো হয়। ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে গেলেও মাঝের ওভারগুলিতে আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি। আমরা যা খেলেছি, তাতে প্লে-অফের জায়গা আমাদের প্রাপ্য ছিল বলে আমি মনে করি।


এদিকে দু’দলেরই লক্ষ্য পূরণ হল। সাত উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় হয়ে প্লে-অফে গেল দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ আগামী ৫ নভেম্বর প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে দিল্লি। আর প্রথম এলিমিনেটরের কার বিরুদ্ধে খেলতে হবে, সেজন্য অপেক্ষা করতে হবে ব্যাঙ্গালোরকে।


এই ম্যাচে ব্যাঙ্গালোরের ১৫২ রানের জবাবে এক ওভার বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নিল দিল্লি। ধাওয়ান করলেন ৪১ বলে ৫৪ রান। অজিঙ্কা রাহানে করলেন ৪৬ বলে ৬০ রান। এবারের আইপিএলে ব্যাট হাতে প্রথম ফর্মে ফিরলেন। তাও কিনা এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে। - স্পোর্টসজোন২৪