সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে হেরেও তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টের নক আউট পর্বে পৌঁছে গিয়েছে বিরাট কোহলি শিবিরও।
এদিন আবুধাবিতে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৫২ রান তুলে ব্যাঙ্গালোর। অর্থাৎ দিল্লি যদি ১৯ রান বা তার বেশি ব্যবধানে হারত, তাহলে শ্রেয়স আইয়ারদের নেট রানরেট কেকেআরের থেকে কমে যেতো।
আর ব্যাঙ্গালোর যদি ১৫ বল বাকি থাকতে (অর্থাৎ ১৭.৩ ওভার পর্যন্ত টানতে হবে) যেন দিল্লি যেন রান তাড়া না করে ফেলে। সেক্ষেত্রে সোমবারই প্লে-অফের টিকিট পেয়ে যাবে কেকেআর। কিন্তু এই দুটোর কোনটিই হয়নি। কেননা ১৯ ওভারে জয় তুলে নেয় দিল্লি।
এই অবস্থায় কেকেআর-কে আইপিএল ২০২০-এর পরবর্তী পর্বে পৌঁছতে সানরাইজার্স হায়দবারাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের মঙ্গলবারের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। কেননা এই ম্যাচে হায়দরাবাদ হার-জিতের নির্ভর করছে নাইটদের প্লে-অফ ভাগ্য।
আজ লিগ পর্বের শেষ ম্যাচটিতে সানরাইজার্স হায়দরাবাদকে মুম্বাই ইন্ডিয়ান্স যদি হারিয়ে দেয় তবে প্লে-অফে উঠে যাবে কেকেআর। কারণ কেকেআরের পয়েন্ট হবে ১৪। সানরাইজার্সের পয়েন্ট হবে ১২।
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স যদি সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যায় তবে প্লে-অফে উঠবেন ডেভিড ওয়ার্নাররা। নেট রানরেটের কারণে ছিটকে যাবে কেকেআর। কারণ সানরাইজার্স ও কেকেআরের পয়েন্ট হবে ১৪। কিন্তু কেকেআরের নেট রানরেট -০.২১৪। আর সানরাইজার্সের নেট রানরেট +০.৫৫৫।
সূত্রঃ স্পোর্টসজোন২৪