বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। তিনি বলেছেন, নিরাপত্তার অজুহাতে বিশ্বের অনেক দেশই যখন পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে অস্বীকৃতি জানিয়েছে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল পাঠিয়ে আমাদের সম্মানিত করেছে।
পাকিস্তান এখন জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দেশে সিরিজ খেলছে। রোববার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ছিল দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ শেষে আসন্ন আন্তর্জাতিক সফরের ভবিষ্যৎ জানতে চাইলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি সাংবাদিকদের বলেন, ইংল্যান্ড থেকে একটি ক্লাব সংক্ষিপ্ত সফরে আসবে। সামনের দুই বছরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি আসর আছে। – ক্রিকইনফো
বাংলাদেশসহ কয়েকটি দেশের বোর্ডের প্রতি সন্তোষ প্রকাশ করে মানি বলেন, দল পাঠানোয় আমরা বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং এখন খেলতে আসা জিম্বাবুয়ের কাছে খুবই কৃতজ্ঞ। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় তারা স্বাচ্ছন্দ্য ছিল। - আমাদের সময়