শ্রীলংকা সফরকে সামনে রেখে দেশে ফিরে অনুশীলন শুরু রেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সফরটি স্থগিত হয়ে যাওয়ায় আবারো যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান তিনি।
কয়েকদিন আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠেন দেশ সেরা এই অলরাউন্ডার। তার মাঠে ফেরা হচ্ছে নভেম্বরে শুরু হতে যাওয়া কর্পোরেট টি-টোয়েন্টি লিগে। আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে চলতি মাসের ৫ তারিখ বৃহস্পতিবার তিনি দেশে ফিরছেন।
এ বিষয়ে সাকিবের এক ঘনিষ্ঠ থেকে জানানো হয়ছে, সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন ৭২ ঘণ্টা পর, আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার)। দেশে ফিরে টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করবেন। যতদূর জানা গেছে, সেটা বিকেএসপিতে নয় বরং দেশের হোম অব ক্রিকেটে।
প্রসঙ্গত যে, অনেক অপেক্ষা আর আক্ষেপের ইতি ঘটেছে গত মাসের ২৯ অক্টোবর, সেদিনই সাকিবের উপর থেকে আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা উঠে যায়। আর তাই যুক্তরাষ্ট্র থেকে আবারও দেশে ফিরেছেন টুর্নামেন্টে অংশ নিতে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪