রাতে মুখোমুখি হচ্ছে ব্যাঙ্গালোর-দিল্লি, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া November 2, 2020 1,224
রাতে মুখোমুখি হচ্ছে ব্যাঙ্গালোর-দিল্লি, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি ডি ভিলিয়ার্সের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও শিমরন হেটমায়ারের দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত আটটায়।


আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। দিল্লি বনাম ব্যাঙ্গালোরের এই ম্যাচে যেই দল জিতবে তারা সরাসরি চলে যাবে প্লে অফে।


অপর দলকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। তাই আজ আবুধাবিতে হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার প্রত্যাশা করছেন সকলেই।


প্রতিযোগিতার প্রথম পর্বে দুরন্ত ফর্মে ছিল দিল্লি। এমনকি প্রথম ৯টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতে প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয় পর্বে পরপর চারটি ম্যাচ হেরে এখন বেশ চাপে রয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়রের দল। আজ আরসিবির বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সাবধানি দিল্লি ক্যাপিটালস।


অপরদিকে, দ্বিতীয় পর্বে পারফরম্যান্স গ্রাফ নিচের দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। শেষ তিনটি ম্যাচে হারতে হয়েছে বিরাট কোহলির দলকে। আজ দিল্লির বিরুদ্ধে জয় পেতে মরিয়া আরসিবিও।


যদিও শেষ কয়েকটি ম্যাচে দলের একাধিক সমস্যা সামনে উঠে এসেছে যা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে আরসিবির টিম ম্যানেজমেন্ট। কারণ বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স রানের মধ্যে থাকলেও, অন্যান্য ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে আরসিবিকে।


রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য একাদশ:

দেবদূত পাড্ডিকাল, জস ফিলিপ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গুরকিরাত সিং, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, ইয়ুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, নভদ্বীপ সাইনি।


দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:

আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত, মার্কাস স্টয়নিজ, সিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, তুষার দেশপান্ডে, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪