হায়দরাবাদের হার চায় এই তিন দল! দেখে নিন সমীকরণ

ক্রিকেট দুনিয়া November 2, 2020 1,635
হায়দরাবাদের হার চায় এই তিন দল! দেখে নিন সমীকরণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে গ্রুপ পর্বে আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে। এই দুটি ম্যাচের একটিতে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচেই সানরাইজার্সের হার চায় তিনটি দল।


এই তিনটি দল হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর, দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কেন তিনটি দলই তাদের হার চায়?


বর্তমান পয়েন্ট তালিকায় দুইয়ে আছে ব্যাঙ্গালুর। তিনে আছে দিল্লি। চারে আছে কলকাতা। তিনটি দলেরই পয়েন্ট ১৪। অন্যদিনকে সানরাইজার্সের পয়েন্ট ১২। শেষ ম্যাচে যদি সানরাইজার্স জিতে তাহলে তাদের পয়েন্টও ১৪ হয়ে যাবে।


কিন্তু বিপদ হচ্ছে অন্য জায়গায়। ব্যাঙ্গালুর, দিল্লি এবং কলকাতা তিনটি দলেরই রেটিং পয়েন্টের অবস্থা খুবই খারাপ। ব্যাঙ্গালুরুর রেটিংস পয়েন্ট -০.১৪৫, দিল্লির -০.১৫৯, কলকাতার -০.২১৪। কিন্তু সানরাইজার্সের রেটিংস পয়েন্ট +০.৫৫৫।


এই থেকে বুঝা যাচ্ছে সানরাইজার্স জিতলেই প্লে অফ নিশ্চিত। তাহলে বাদ পড়বে কে? আপাতত চোখে কলকাতার সম্ভাবনা মনে হলেও খেলা ঘুড়ে যেতে পারে দিল্লি ও ব্যাঙ্গালুরের মধ্যকার ম্যাচে। এই ম্যাচে যে জিতবে সে তো চলেই যাবে প্লে অফে। কিন্তু যে হারবে তার কি হবে?



যে হারবে তার রেটিংস পয়েন্ট যদি কলকাতার নিচে নেমে যায় তাহলে সেই বিদায় নিবে। আর যদি হারলেও রেটিংস পয়েন্ট কলকাতার উপরে থাকে তাহলে কলকাতা বিদায় নিবে। কিন্তু দিল্লি-ব্যাঙ্গালুর ম্যাচে জিতবে কে তার তো কোন গ্যারান্টি নেই।


তাই প্রত্যেকেটি দলের সাপোর্টারই হয়তো চাচ্ছে সানরাইজার্স হেরে যাক। কেননা, সানরাইজার্স হারলে দিল্লি-ব্যাঙ্গালুর ম্যাচের ফলাফল যাই হোক না কেন- শেষ চারে যাবে মুম্বাই, আরসিবি, দিল্লি ও কলকাতা। -স্পোর্টসজোন২৪