তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ২০৬ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিক পাকিস্তান। জবাবে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারায় বাবর আজমের নেতৃত্বাধীন দল। সেই সাথে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচও জিতে ২-০ তে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।
২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভার ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক বাবর আজম। ২ ছক্কা ও ৭ চারে ৭৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
এছাড়া ইমাম-উল-হক ৫ চারে ৬১ বলে খেলেন ৪৯ রানের ইনিংস। সেই সাথে আবিদ আলী ২৪ বলে ২২, হায়দার ২৯ বলে ২৫ এবং ইফতেখার করেন ১৬ রান।
এদিন টস জিতে আগে ব্যাট করতে ২৯ বল বাকি থাকতেই গুটিয়ে যায় সফরকারী জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন শেন উইলিয়ামস। ১০ চর ১ ছক্কায় ৭০ বলে ৭৫ রান করেন তিনি। আগের ম্যাচে শতক হাঁকানো টেলর খেলেন ৪৫ বলে ৩৬ রানের ইনিংস। এছড়া ব্রায়ান চারি ২৫, মুজরাবান খেলেন ১৭ রানের ইনিংস।
পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন ইফতেখার আহমেদ। সেই সাথে দুই উইকেট শিকার করেছেন অভিষিক্ত মুসা। এছাড়া ১ টি করে উইকেট শিকার করেছেন রউফ, আশরাফ ও ওয়াসিম।
সংক্ষিপ্ত স্কোর–
জিম্বাবুয়ে ২০৬/১০(৪৫.১)
উইলিয়ামস ৭৫, টেলর ৩৬
ইফতেখার ৫/৪০, মুসা ২/২১
পাকিস্তান ২০৮/৪(৩৫.২)
বাবর ৭৭* ইমাম ৪৯
চিসোরো ২/৪৯, রাজা ১/২৩
ফলাফল: ৬ উইকেটে জয়ী পাকিস্তান।
সূত্রঃ স্পোর্টসজোন২৪