৩ ম্যাচের জন্য ছিটকে গেলেন নেইমার

ক্রিকেট দুনিয়া October 31, 2020 961
৩ ম্যাচের জন্য ছিটকে গেলেন নেইমার

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। এবার পায়ের অ্যাডাক্টর মাংসপেশির চোটে পরবর্তী তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা। [সাঙ্গু মেইল]


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে চোট পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন নেইমার। শুক্রবার পিএসজি টিভিকে টমাস টুসেল জানান, আন্তর্জাতিক বিরতির আগে ২৮ বছর বয়সী ফরোয়ার্ডকে আর পাচ্ছেন না তারা।


আমরা দুঃখিত। তার অ্যাডাক্টরে ছোট চোট রয়েছে। সে আন্তর্জাতিক বিরতির পর ফিরবে। আন্তর্জাতিক বিরতির আগে শনিবার থেকে এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলবে পিএসজি।


লিগ ওয়ানে তাদের প্রতিপক্ষ নঁত ও রেন আর চ্যাম্পিয়ন্স লিগে খেলবে লিপজিগের মাঠে এই তথ্য নিশ্চিত করেছে সাওপাউলে নিউজ। – বিবিসি স্পোর্টস