আগামী ৮ নভেম্বর সাকিব আল হাসানের মেয়ে আলাইনা হাসান অব্রির ৫ম জন্মদিন। তবে এবার জন্মদিনে মেয়ের সঙ্গে থাকা হবে না সাকিবের। আগামী সপ্তাহেই বাংলাদেশে ফেরার কথা দেশ সেরা অলরাউন্ডারের।
তাই যুক্তরাষ্ট্র ছাড়ার আগেই পরিবারসহ জন্মদিন পালন করেন সাকিব। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে কেক কেটে জন্মদিন পালন করেন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের নিষেধাজ্ঞা উঠে গেছে ২৯ অক্টোবর। নিজেকে প্রস্তুত করতে দীর্ঘ ১ মাস সাভারের বিকেএসপিতে অনুশীলন সেরেছেন সাকিব।
বাংলাদেশের আসন্ন সিরিজে খেলতে পারেন সাকিব। তবে সবার আগে রয়েছে নিজেকে প্রস্তুত করার চ্যালেঞ্জ। সেজন্য শিগগিরই আবারো দেশে ফিরছেন নাম্বার সেভেন্টি ফাইভ।
সূত্রঃ সময় টিভি অনলাইন