ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৫২ তম ম্যাচে মুখোমুখি কাগিসো রাবাদার দিল্লি ক্যাপিটালস ও ট্রেন্ট বোল্টের মুম্বাই ইন্ডিয়ান্স৷ দুবাইয়ে আজকের প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।
আইপিএলে এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৩ বার জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১২ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ এক্ষেত্রে রোহিত শর্মা শিবিরের পাল্লা ভারী।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগে ব্যাট করে ১০টি ম্যাচ জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। উল্টো প্রেক্ষাপটে ৫টি ম্যাচ জিতেছে দিল্লি। আইপিএলে রাজধানী শিবিরের বিরুদ্ধে পরে ব্যাট করে তিনটি ম্যাচ জিতেছে বাণিজ্য নগরী। উল্টো প্রেক্ষাপটে সাতটি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। দুই বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ২০১৯-এর দ্বিতীয় সাক্ষাতে দিল্লি ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ:
ইশান কিষাণ, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:
অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ, শিমরোন হেটমায়ার, মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিচ নরকিয়া, তুষার দেশপান্ডে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪