নিজের দেশের বিগ ব্যাশেই খেলবেন না স্মিথ!

ক্রিকেট দুনিয়া October 31, 2020 1,301
নিজের দেশের বিগ ব্যাশেই খেলবেন না স্মিথ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন, কিন্তু নিজ দেশ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলবেন না সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। বায়ো বাবলে থেকে ক্লান্ত স্মিথ জানিয়েছেন যে তিনি এই টুর্নামেন্ট খেলবেন না।


আগস্টে ইংল্যান্ড সিরিজের সময় থেকে বায়ো বাবলে ছিলেন স্মিথরা। সেই কারণেই এই সিদ্ধান্ত। স্মিথ বলেন যে কোনও সম্ভাবনা নেই বিবিএলে খেলার। একই পথে সম্ভবত যেতে চলেছেন ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স।


বিগ ব্যাশে খেলার সম্ভাবনা নিয়ে নিউজ ক্রপকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বলেন, ‘সত্যি বলতে কোনো সুযোগ দেখছি না এবার।’ তিনি আরও যোগ করেন, ‘জৈব সুরক্ষা বলয় কেবল শুরুর দিকে। আমরা জানি না এটি কত দিন স্থায়ী হবে।


সেখানে (বিগ ব্যাশ লিগ) একটি অনিশ্চয়তা রয়েছে। সবার মানসিক অবস্থা যেন ভালো থাকে, তা নিশ্চিত করার জন্য কোচ, ম্যানেজার, সংশ্লিষ্ট যে কারো সঙ্গে খোলামেলা আলোচনা হওয়া উচিত।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪