৯৯ রানে আউট হয়ে ক্ষোভে ব্যাট ছুড়ে মারলেন গেইল!

ক্রিকেট দুনিয়া October 31, 2020 3,025
৯৯ রানে আউট হয়ে ক্ষোভে ব্যাট ছুড়ে মারলেন গেইল!

নিজেদের বাঁচা-মরার ম্যাচে সবশেষ টানা পাঁচ ম্যাচে জয় পাওয়া কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে আইপিএলে টিকে রইল রাজস্থান রয়্যালস।


দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ক্রিস গেইলের ৯৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৮৫ রানের বড় পূজি গড়ে কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে ৭ উইকেট হাতে রেখে ১৫ বল আগেই জয় তুলে নেয় রাজস্থান।


এদিন ৯৯ রানে আউট হয়ে মেজাজ হারান গেইল। ১৫৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ম্যাচের ২ বল বাকি থাকা অবস্থায় জোফরার ডেলিভারি গেইলের ব্যাট প্যাড হয়ে উইকেটে গিয়ে বেল নাড়িয়ে দেয়।


১ রানের জন্য শতরান হাঁকিয়ে এদিন মাঠে মেজাজ হারিয়ে ইউনিভার্স বস নিজের ব্যাট ছুঁড়ে ফেলেন। পরে জোফরা আর্চারের সঙ্গে হাত মিলিয়ে দারুণ স্পোর্টসম্যানশিপ দেখান গেইল। যে দৃশ্য ক্রিকেট ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪