ফিরতে হলে ফিটনেস টেস্টে পাশ করতে হবে সাকিবকে

ক্রিকেট দুনিয়া October 30, 2020 1,153
ফিরতে হলে ফিটনেস টেস্টে পাশ করতে হবে সাকিবকে

তিন দলের বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি প্রেসিডেন্ট কাপ শেষ। বিসিবি এবার আয়োজন করছে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৮ অক্টোবর। টুর্নামেন্ট খেলতে ১০ নভেম্বরের মধ্যে তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


কিন্তু এক বছর খেলা বিহীন সাকিব কি সরাসরি এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পারবেন? বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ক্রিকেটে ফিরতে হলে ফিটনেস টেস্টে পাশ করতে হবে সাকিবকে।


তার ভাষায়, সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ার আগে বিকেএসপিতে অনুশীলন করেছিলো। তবে, এক বছর ধরে সে ক্রিকেটের বাইরে আছে।


তার ফিটনেসের অবস্থা সম্পর্কে আমরা কিছুই জানি না। তাই তাকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। অন্যদের ক্ষেত্রেও যেমন টেস্ট হবে, সাকিবের বেলায় তার ব্যতিক্রম হবে না।


সূত্রঃ আমাদের সময়