রাতে মুখোমুখি হচ্ছে স্টোকস-গেইল, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 30, 2020 1,162
রাতে মুখোমুখি হচ্ছে স্টোকস-গেইল, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫০তম ম্যাচে গেইলের কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি স্টোকসের রাজস্থান রয়্যালস। দুবাইয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু রাত আটটায়।


আজ খেলা হবে শেখ জায়েদ ক্রিকেট স্টডিয়ামে। ১২ টি ম্যাচের মধ্যে মোট ৬ টি ম্যাচে জয়ী হয়েছে পঞ্জাব। অন্যদিকে, ১২ টির মধ্যে ৫ টি ম্যাচে জয়ী হয়েছে রাজস্থান। এখন দুই দলই প্রায় সমানে সমানে। আগে একটি ম্যাচের পর আবারও দুই দল লড়াইয়ে নামছে। সেই ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল রাজস্থান। ৪ উইকেটে পাঞ্জাবের হার হয়েছিল।


এই ম্যাচে তাই রাজস্থানকে হারাতে চাইবেই পঞ্জাব। অন্যদিকে রাজস্থানও চাইবে নিজেদের প্রমাণ করতে। প্লে-অফে পৌঁছাতে হলে পাঞ্জাবকে এখন মোট দুটি ম্যাচে জিততে হবে। তাই আজ মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি। কেএল রাহুল না স্মিথ কে জেতে আজকের ম্যাচ, এখন সেটাই দেখার।


পাঞ্জাব একাদশ সম্ভাব্য সেরা একাদশ:

লোকেশ রাহুল (অধিনায়ক), মানদ্বীপ সিং, ক্রিস গেইল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুদা, ক্রিস জর্ডান, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণু, মোহাম্মদ শামি এবং আর্শদ্বীপ সিং


রাজস্থান রয়্যালসের সম্ভাব্য সেরা একাদশ:

রবিন উথাপ্পা, বেন স্টোকস, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ (অধিনায়ক), জস বাটলার, রায়ান পারাগ, রাহুল তেওয়াতিয়া, জোফরা আরচার, স্রেয়াশ গোপাল, অঙ্কিত রাজপুত, কার্তিক তেয়াগি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪