গত বছর বাংলাদেশের ভারত সফরের এক সপ্তাহ আগে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওই সময় ভারত সফরের টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সাকিবের ওই আকষ্মিক নিষেধাজ্ঞার ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে টাইগাররা।
তারপরও ভারতে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছিল টাইগাররা। তবে পরবর্তী টি-টোয়েন্টি ও দুই টেস্টের সব ক’টিতেই চরমভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
নিষেধাজ্ঞার এক বছরে কমপক্ষে ৩৬টি ম্যাচে অংশগ্রহন থেকে বঞ্চিত হবার কথা ছিল সাকিবের। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারি সাকিবের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। মরণঘাতি এই ভাইরাসের কারণে আনুমানিক সাত মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে টাইগাররা।
সাকিবের অনুপস্থিতির সময় বাংলাদেশ সর্বসাকুল্যে মাত্র চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। - ডেইলি বাংলাদেশ