তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের জন্যই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এই দলে প্রথমবারের মতো ওয়ানডেতে নেতৃত্ব দিবেন দলটির অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম৷
ক’রোনাকালীন সময়ে ইংল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে পাকিস্তানে। আগামীকাল (শুক্রবার) সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে। তবে ইনজুরির কারণে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন দলটির গুরুত্বপূর্ণ অলরাউন্ডার সাদাব খান।
এছাড়া বাবরের নেতৃত্বাধীন দলে জায়গা হয়নি আব্দুল্লাহ শফিক, হায়দার আলি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, রোহেল নাজির, জাফর গহরদের। আছেন ইমাম উল হক, ওয়াহাব রিয়াজরা।
নিজের প্রথম নেতৃত্বাধীন ওয়ানডে নিয়ে বাবর বলেন, “এটা আমার অধিনায়ক হিসাবে প্রথম ওয়ানডে সিরিজ, আমি ওয়ানডে গুলো জিততে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে কোন দলই সহজ প্রতিপক্ষ নয়, আমরা জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছি না।”
প্রথম ওয়ানডের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড: ইমাম উল হক, আবিদ আলি, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মুসা খান।
সূত্রঃ স্পোর্টসজোন২৪