ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৯তম ম্যাচে আজ মুখোমুখি ডু প্লেসিসের চেন্নাই সুপার কিংস ও আন্দ্রে রাসেলের কলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত আটটায়।
এবারের আইপিএলের প্রথম দল হিসেবে শেষ চারের লড়াই থেকে বিদায় নিয়েছে এমএস ধোনির সিএসকে। তাই কেকেআরের বিরুদ্ধে তাদের শুধু সম্মান রক্ষার লড়াই। অপরদিকে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ইয়ন মরগানের দলের কাছে।
কারণ আরও একবার প্রথম চারে পৌছানোর জন্য এই ম্যাচে জয় দরকার কেকেআরের। একইসঙ্গে ভাল করতে হবে রানরেটও। কারণ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাই গ্রুপ লিগের শেষ দুটি ম্যাচই কেকেআরের কাছে ডু অর ডাই।
কলকাতা সম্ভাব্য সেরা একাদশ : শুভমান গিল, রাহুল ত্রিপাথি, নিতীশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক, সুনিল নারিন, প্যাট কামিন্স/ আন্দ্রে রাসেল, লুকি ফার্গুসন, কমলেশ নগরকতি, প্রসিধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য সেরা একাদশ:
ঋতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু প্লেসি, আম্বাতি রাইডু, এন জগদিশান, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, মাইকেল সান্তনার, দীপক চাহার, ইমরান তাহির, মনু কুমার।
সূত্রঃ স্পোর্টসজোন২৪