রাতে মুখোমুখি হচ্ছে ব্যাঙ্গালোর-মুম্বাই, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 28, 2020 1,136
রাতে মুখোমুখি হচ্ছে ব্যাঙ্গালোর-মুম্বাই, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৮তম ম্যাচে আজ মুখোমুখি ডি ভিলিয়ার্সের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ডি ককের মুম্বাই ইন্ডিয়াস। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে দুই দল।


দুই দলেরই ১১ ম্যাচে ১৪ পয়েন্ট। রানরেটের বিচারে এগিয়ে রয়েছে মুম্বাই।যেই দল আজকের ম্যাচ জিতবে তাদের পাকা হয়ে যাবে শেষ চারের টিকিট। প্রথম পর্বে দুই দলের সাক্ষাৎ রীতিমত থ্রিলারে পরিণত হয়েছিল। সুপার ওভারে গিয়েছিলল সেই ম্যাচ। আর সুপার ওভারে বাজিমাত করেছিল আরসিবি।


শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে আজ মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ তিন ম্যাচের মধ্যে ২টিতে হারতে হয়েছে মুম্বাইকে। তাই কিছুটা চাপ থাকলেও, আজ আরসিবির বিরুদ্ধে প্রথম পর্বের হারের বদলা ও শেষ চারের টিকিট পেতে মরিয়া চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা।


অপরদিকে,শেষ ম্যাচে লিগ টেবিলে একেবারে নীচে থাকা দল চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ধাক্কা খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। তাই আজ মুম্বাইয়ের বিরুদ্ধে নামার আগে সাবধানী বিরাট কোহলির দল।


মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য সেরা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিশান, সুর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড (অধিনায়ক), কার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য সেরা একাদশ:

দেবদুত পাড্ডিকাল, অ্যারোন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মইন আলি, গুরকিরাত সিং, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, ইয়ুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪