গতকাল শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ। তিন দলের এই টুর্নামেন্টের মোট ম্যাচ গড়িয়েছে ৭টি। ফাইনাল বাদে একদল খেলেছে চারটি করে ম্যাচ। ফাইনালসহ পাঁচবার করে একে অপরের মুখোমুখি হয়েছিলেন নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ।
দীর্ঘ সাত মাস পর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেট ফিরলেও ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। তবে কিছু তরুণ ব্যাটসম্যান রান পেলেও ব্যাট হাসেনি জাতীয় দলের হয়ে খেলা কিছু ক্রিকেটারের। তারপরও দেখে নেওয়া যাক বিসিবি প্রেসিডেন্টস কাপের সেরা পাঁচ ব্যাটসম্যানকে!
এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিন ব্যাটসম্যানই নাজমুল একাদশের। এছাড়া সবার উপরে আছেন মুশফিকুর রহিম। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় আছেন ইরফান শুক্কুর ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন আফিফ হোসেন ও ইমরুল কায়েস।
• একজনের দেখে নেওয়া যাক সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার প্রথম পাঁচ জন:
১। মুশফিকুর রহিম (নাজমুল একাদশ) : ৫ ম্যাচে ৪৩.৮০ গড়ে ২১৯ রান।
২। ইরফান শুক্কুর (নাজমুল একাদশ) : ৫ ম্যাচে ৭১.৩৩ গড়ে ২১৪ রান ।
৩। মাহমুদউল্লাহ রিয়াদ (মাহমুদউল্লাহ একাদশ) : ৫ ম্যাচে ৪০.৫০ গড়ে ১৬২ রান।
৪। আফিফ হোসেন (নাজমুল একাদশ): ৫ ম্যাচে ৩১.৪০ গড়ে ১৫৭ রান।
৫। ইমরুল কায়েস (মাহমুদউল্লাহ একাদশ) : ৫ ম্যাচে ৩৬.৫৩ গড়ে ১৪৬ রান।
সূত্রঃ স্পোর্টসজোন২৪