হায়াদ্রাবাদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেলো পাঞ্জাব

ক্রিকেট দুনিয়া October 25, 2020 1,521
হায়াদ্রাবাদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেলো পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ মানেই স্নায়ুর চাপে ভরা টানটান উত্তেজোনার ক্রিকেট। মাত্র ১২৬ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষের হাতের মুঠোর থেকে ম্যাচ বের করে ১২ রানে জিতে একে রাহুল আবার প্রমান করলেন ক্রিকেটে যেকোন ঘটনাই ঘটতে পারে।


দু’দলের বাঁচা-মরার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ টসে জিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এদিন বোলিং পিজে একে অপরের মুখোমুখি হয়। সানরাইজার্সের টাইট বোলিং মোকাবেলা করে পাঞ্জাব স্কোর বোর্ডে সংগ্রহ দাঁড় করায় ৭ উইকেটে ১২৬ রান।


শনিবার ২৪ অক্টোবর, ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের যাদুকরি বোলিং ঝড়ে মাত্র ১১৪ রানেই ডেভিড ওয়ার্নারের দল অলআউট হলে আবার আইপিএলের দর্শক বুঝতে পারে প্রীতি জিনতা কেন বলেছিলেন, কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ দূর্বল মানুষের জন্য নয়।


সাইনি ও জর্ডান প্রত্যকে ৩ উইকেট নিজের নামে যোগ করলে টুর্নামেন্ট থেকে চিটকে যেতে সানরাইজার্সের ১৯.৫ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। ম্যাচ সেরা : ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ক্রিস জর্ডান ম্যাচ সেরা নির্বাচিত হন।


সংক্ষিপ্ত স্কোরঃ


কিংস ইলেভেন পাঞ্জাব ১২৬/৭ (লোকেশ রাহুল ২৭, মানদ্বীপ সিং ১৭, ক্রিস গেইল ২০, নিকোলাস পুরান ৩২*, রশিদ খান ২/১৪, জেসন হোল্ডার ২/২৭, সান্দিপ শর্মা ২/২৯)।


সানরাইজার্স হায়দ্রাবাদ ১১৪/১০ (১৯.৫ ওভার; ডেভিড ওয়ার্নার ৩৫, জনি বেয়ারস্টো ২০, মুনিশ পান্ডে ১৫, বিজয় শঙ্কর ২৬, ক্রিস জর্ডান ৩/১৭, আরশদিপ সিং ৩/২৩, রবি বিস্ময় ১/১৩)।


ম্যাচ সেরাঃ ক্রিস জর্ডান (কিংস ইলেভেন পাঞ্জাব)।


সূত্রঃ আমাদের সময়/ ডেইলি স্পোর্টস বিডি