দিল্লির বিপক্ষে বড় জয় পেলো কলকাতা

ক্রিকেট দুনিয়া October 24, 2020 957
দিল্লির বিপক্ষে বড় জয় পেলো কলকাতা

১৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে খাদে পড়ে তা থেকে আর উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ওভার প্রতি গড় রান তুলতে গিয়ে দিল্লীর ব্যাটসম্যানেরা সাজ ঘরে আসা যাওয়াতে ব্যস্ত ছিল। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে দিল্লি সংগ্রহ করে ৯ উইকেটে ১৩৫ রান। অধিনায়ক শ্রেয়ার আয়ারের ৪৭ রান ছিল দলের পক্ষে বড় স্কোর।


এর দুবাই শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে টসে হেরে ব্যাট করতে নেমে আইপিএলে ২৪ অক্টোবর দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। রানা-নারাইনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিতে ওভারে ১৯৪ রান তুলে নেয় কলকাতা।


দলের ৪২ রানে টপ তিন ব্যাটসম্যানকে হারালেও দারুণভাবে ঘুরে দাঁড়ান নিতীশ রানা ও সুনীল নারাইন। শুরু থেকেই দু’জনে ঝড়ো ব্যাটিং চালাতে থাকেন। দু’জনে মাত্র ৫৬ বলে ১১৫ রানের নানন্দিক এক জুটি গড়েন। ৩২ বলে ৬ চার ও ৪ ছক্কার সাহায্যে ৬৪ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস উপহার দিয়ে ফিরেন নারাইন।


বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দিল্লী, আর চারে কলকাতা।


সংক্ষিপ্ত স্কোরঃ


কলকাতা নাইট রাইডার্স ১৯৪/৬ (নিতিশ রানা ৮১, সুনিল নারাইন ৬৪, ইয়ন মরগান ১৭, অ্যানরিখ নরৎজে ২/২৭, কাগিসো রাবাদা ২/৩৩, মারকাস স্টয়নিস ২/৪১)।


দিল্লি ক্যাপিটালস ১৩৫/৯ (শেখর ধাওয়ান ৬, রিশাভ প্যান্ট ২৭, শ্রেয়াস আয়ার ৪৭, রবিচন্দ্রন অশ্বিন ১৪*, বরুণ চক্রবর্তী ৫/২০, প্যাট কামিন্স ৩/১৭)।


- আমাদের সময়/ডেইলি স্পোর্টস বিডি