রাতে মুখোমুখি পাঞ্জাব-হায়দরাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 24, 2020 953
রাতে মুখোমুখি পাঞ্জাব-হায়দরাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ

আইপিএলের আজ দিনের দ্বিতীয় ম্যাচ তথা আজ রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলের বাঁচা-ম্যাচটিতে দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।


আইপিএলে এখন পর্যন্ত সমান ১০ টি করে ম্যাচ খেলেছে দুদলই। দুদলেরই সমান ৮ পয়েন্ট। আজ যে দল জিতবে তাদেরই সম্ভাবনা বেড়ে যাবে প্লে-অফে খেলার। ফলে দুদলের জন্যই এই ম্যাচ বাঁচা – মরার সমান।


আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। একই দল নিয়ে আজও মাঠে নামতে পারেন কেএল রাহুলরা।


অন্যদিকে আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। একই দল নিয়ে আজও মাঠে নামতে পারেন ডেভিড ওয়ার্নাররা।


সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য এক্দশ:

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, বিজয় শঙ্কর, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, টি নটরাজন।


কিংস ইলেভেন পাঞ্জাব সম্ভাব্য একাদশ:

কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুডা, জেমস নিশাম, মুরুগান অশ্বিন, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, মহম্মদ শামি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪