আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে লুকি ফারগুসনের কলকাতা নাইট রাইডার্স ও কাগিসো রাবাদার দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে আজকের দিনের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
একদিকে এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে শ্রেয়াস আইয়রের দল। লিগ টপার হওয়ার অন্যতম দাবিদার দিল্লি। বর্তমানে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কোচ রিকি পন্টিংয়ের দল। সমান পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
অপরদিকে খারাপ-ভাল পারফরম্যান্স মিলিয়ে লিগ টেবিলের ১০ ম্যাচ ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে অধিনায়ক ইয়ন মরগানের কেকেআর। তবে দুই দলই তাদের শেষ ম্যাচ হেরে মাঠে নামছে।
কেকেআরের সম্ভাব্য সেরা একাদশ: রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, শুভমান গিল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইয়ন মরগান (অধিনায়ক), নিখিল নায়েক বা রিঙ্কু সিং, প্যাট কামিন্স, লুকি ফার্গুসন, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিচ নর্টজে, তুষার দেশপান্ডে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪