যে দলের হয়ে এবারের বিগব্যাশ খেলবেন রশিদ খান

ক্রিকেট দুনিয়া October 22, 2020 1,305
যে দলের হয়ে এবারের বিগব্যাশ খেলবেন রশিদ খান

টানা তিন মৌসুম বিগ ব্যাশে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলার পর এবারের আসরেও এই দলের হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান।


নতুন দলে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আইপিএল শেষ করেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।


গণমাধ্যমকে এ খবর জানিয়ে রশিদ খান বলেন, ‘বিগ ব্যাশের দশম মৌসুমে আবারও অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলব আমি। সত্যিই অনেক খুশি। একদম শুরু থেকেই এই প্রতিযোগিতা (বিগ ব্যাশ) আমার অনেক পছন্দের।


আর স্ট্রাইকার্স আমার কাছে পরিবারের মতো। এখানকার ভক্ত সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ, যারা অ্যাডিলেইডকে আমার নিজের ঘরের মতো করে ভাবতে সমর্থন দিয়ে গেছেন।’


বিগ ব্যাশে ইতিমধ্যে অ্যাডিলেইডের হয়ে ৪০ ম্যাচে মাত্র ৬.৩৬ ইকোনমি রেটে শিকার করেছেন ৫৬টি উইকেট, পাশাপাশি ব্যাট হাতে ১৬১.১৪ স্ট্রাইকরেটে করেছেন ২৫৩ রান। ২০১৯-২০ বিগ ব্যাশ লিগে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তিও গড়েছেন।


উল্লেখ্য, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে বিগ ব্যাশের দশম আসর। তবে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সূচির বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি। - স্পোর্টসজোন২৪