রাতে মুখোমুখি হবে রাজস্থান-হায়দ্রাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 22, 2020 1,212
রাতে মুখোমুখি হবে রাজস্থান-হায়দ্রাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ মুখোমুখি বাটলারের রাজস্থান রয়্যালস ও বেয়ারস্টোর সানরাইজার্স হায়দরাবাদ। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।


আজ যে দল হারবে সে দলকে আসর থেকে বিদায় নিবে। সানরাইজার্স হায়দরাবাদ ৯ ম্যাচ খেলে মাত্র ৩ জয় নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে ১০ ম্যাচ খেলে ৪ জয় নিয়ে ষষ্ঠ স্থানে আছে রাজস্থান রয়্যালস। তাই দু’দলের জন্যে অতি গুরুত্বপূর্ণ ম্যাচ এটি।


এদিকে এর আগের ম্যাচে দারুণ জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্মিথের নেতৃত্বাধীন দল। তাই তারা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আজ। অন্যদিকে সুপার ওভারে কলকাতার কাছে হেরেছে হায়দরাবাদ। আর তাই একটু ব্যাকফুটে থেকে মাঠে নামবে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল।


এছাড়া এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের প্রথম দেখায় ৫ উইকেটে জয় পেয়েছে রাজস্থান। ঐ ম্যাচে রিয়ান পরাগ ও রাহুল তেয়াতিয়ার জড়ো ফিনিশিংয়ে জয় পায় রাজস্থান।


রাজস্থান রয়্যালসের সম্ভাব্য সেরা একাদশ : জস বাটলার, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), বেন স্টোকস, রিয়ান পরাগ, রাহুল তেয়াতিয়া, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, অঙ্কিত রাজপুত, কার্তিক ত্যাগি


সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য সেরা একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, কেন উইলিয়ামসন/ জেসন হোল্ডার, প্রিয়াম গর্গ, বিজয় শঙ্কর, রশিদ খান, আব্দুল সামাদ, টি নটরাজন, বাশিল থাম্পি, এবং সন্দ্বীপ শর্মা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪