

রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর (আরসিবির) ক্রিকেটার মোহম্মদ সিরাজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বল হাতে আইপিএলের ইতিহাসে দারুণ এক রেকর্ড গড়লেন। আবুধাবিতে বুধবার (২১ অক্টোবর) কেকেআরের ইনিংসে দ্বিতীয় ওভারে বল করতে এসে পরপর দুটি উইকেট তুলে নেন সিরাজ। প্রথমে রাহুল ত্রিপাঠী এবং তারপরের বলেই নীতিশ রানাকে সাজঘরে ফেরান তিনি। এই ওভারে কোনও রান দেননি সিরাজ।
নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে তৃতীয় বলেই ফের টম ব্যান্টনকে আউট করেন মোহম্মদ সিরাজ। এই ওভারেও কোনও রান দেননি তিনি। বল হতে প্রথম দুই ওভারে কোনও রান দেননি মোহম্মদ সিরাজ। পাওয়ার প্লে-তে প্রথম দুই ওভার মেডেন। সঙ্গে তিনটি উইকেট তুলে নেন তিনি। আইপিএলের ইতিহাসে এই নজির আর কোনও বোলারের নেই।
এদিন ৪ ওভার বল করে দুটি মেডেন দিয়ে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন সিরাজ। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।- ক্রিকইনফো/আমাদের সময়









