এলপিএলের দল কিনলেন সালমান খান, দেখে নিন স্কোয়াড

ক্রিকেট দুনিয়া October 21, 2020 11,039
এলপিএলের দল কিনলেন সালমান খান, দেখে নিন স্কোয়াড

শাহরুক খান, প্রীতি জিনতার পর এবার ক্রিকেটে নাম লেখালেন বলিউড আরেক সুপারস্টার সালমান খান। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে দল কিনেছেন তিনি। সালমানের দলের নাম ক্যান্ডি টাস্কার্স।


ভারতীয় জনপ্রিয় পত্রিকা হিন্দুস্থান টাইমস এ খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে মালিকানায় সালমান ছাড়াও তার দুই ভাই সোহেল খান এবং সেলিম খানও আছেন।


গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত এলপিএল নিলামে ক্রিস গেইল, কুশল পেরেরাদের তার অভিজ্ঞ আর তারুণ্য নির্ভর দল গড়ে বেশ আশাবাদী সালমান খান।


এ ব্যাপারে তিনি বলেন, ‘গেইল অবশ্যই সেরা কিন্তু আমাদের দলটাও ভালো। কুশাল পেরেরা আমাদের স্থানীয় আইকন। আমাদের লিয়াম প্লাঙ্কেটও আছে। ওয়াহাব রিয়াজ কুশাল মেন্ডিস এবং নুয়ান প্রদীপও আমাদের হয়ে খেলবে। এটা তরুণ এবং অভিজ্ঞতার মিশেলে দারুণ সামঞ্জস্য।’


উল্লেখ্য, এবারের লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হবে ২১ নভেম্বর। শেষ হবে ১৩ ডিসেম্বর। আসরে মোট ২৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


ক্যান্ডি টাস্কার্সঃ কুশল পেরেরা (আইকন), ক্রিস গেইল, লিয়াম প্লাংকেট, ওয়াহাব রিয়াজ, নাভিন উল হক, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, সিকাগো প্রসন্ন, আসলে গুনারত্নে, কামিন্দু মেন্ডিস, দিলরুয়ান পেরেরা, কাভিশা আঞ্জুলা, লাসিথ এম্বুলদেনিয়া, লাহিরু সামারাকন, নিশান মাদুশকা ফার্নান্দো, চামিকা এদিরিসিংগে, ইশান জয়ারত্নে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪