গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ২৪ জনের মৃত্যু

দেশের খবর October 21, 2020 1,259
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ২৪ জনের মৃত্যু

করোনায় দেশে একদিনে নতুন করে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪৫ জন। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।


গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৫৪৫ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন। আরও ২৪ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৭২৩ জন হয়েছে।


গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭০৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৮ হাজার ৮৪৫ জন হয়েছে।


দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


সূত্রঃ যুগান্তর অনলাইন