বৃথা গেলো ধাওয়ানের সেঞ্চুরি, পাঞ্জাবের টানা জয়

ক্রিকেট দুনিয়া October 21, 2020 3,634
বৃথা গেলো ধাওয়ানের সেঞ্চুরি, পাঞ্জাবের টানা জয়

১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটর জয় তুলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠেছে ক্রিস গেইলের পাঞ্জাব। দলের সাথে গেইল যুক্ত হবার পরে আর হারের মুখ দেখতে হয়নি কেএল রাহুলের দলকে।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিকোলাস পুরানের ২৮ বলে ৫৩ রানে ভর করে ৬ বল হাতে রেখেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় নিজেদের করে নেয় প্রীতি জিনতার দল।


টসে জিতে ব্যাটিং বেছে নেয় দিল্লি। আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা দুই সেঞ্চুরির রেকর্ড গড়েন শেখর ধাওয়ান। ৬১ বলে তার ১০৬ রানে ভর করে ১৬৪ রানের পুঁজি পায় দিল্লি।


সংক্ষিপ্ত স্কোরঃ


দিল্লি ক্যাপিটালস ১৬৪/৫ (শেখর ধাওয়ান ১০৬*, শ্রেয়াস আয়ার ১৪, রিশাভ প্যান্ট ১৪, শিমরন হেটমায়ার ১০, মোহাম্মদ সামি ২/২৮, জেমি নিশাম ১/১৭, গ্লেন ম্যাক্সওয়েল ১/৩১, মুরুগ্বান অশ্বিন ১/৩৩)।


কিংস ইলেভেন পাঞ্জাব ১৬৭/৫ (লোকেশ রাহুল ১৫, ক্রিস গেইল ২৯, নিকোলাস পুরান ৫৩, গ্লেন ম্যাক্সওয়েল ৩২, দিপক হুদা ১৬*, জেমি নিশাম ১০*, কাগিসো রাবাদা ২/২৭, রবিচন্দ্রন অশ্বিন ১/২৭, আক্সার প্যাটেল ১/২৭)।


ম্যাচ সেরাঃ শেখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস)।


সূত্রঃ আমাদের সময়/ডেইলি স্পোর্টস বিডি