রাতে মুখোমুখি হচ্ছে চেন্নাই-রাজস্থান, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 19, 2020 1,054
রাতে মুখোমুখি হচ্ছে চেন্নাই-রাজস্থান, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ মুখোমুখি ওয়াটসনের চেন্নাই সুপার কিংস ও স্টোকসের রাজস্থান রয়্যালস। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।


দুই দলের কাছেই এই ম্যাচ কার্যত ডু অর ডাই। তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলার অপেক্ষা রাখে না। পয়েন্ট টেবিলের সবার তলানিতে আছে রাজস্থান। ৯ ম্যাচে তাদের জয় তিনটি। অন্যদিকে একই অবস্থা চেন্নাইয়ের। রান রেটিংয়ে এগিয়ে থেকে তারা রয়েছেন সপ্তম স্থানে। তাই এই ম্যাচ হারলে, বিদায় বলতে হবে এবারের আসরকে।


সিএসকে-র সম্ভাব্য সেরা একাদশঃ

স্যাম কারান, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, করণ শর্মা, জশ হ্যাজেলউড, দীপক চাহার।


রাজস্থানের সম্ভাব্য সেরা একাদশঃ

জস বাটলার (উইকেটরক্ষক), রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ (অধিনায়ক), বেন স্টোকস, রিয়ান পারাগ, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট।


সূত্রঃ স্পোর্টসজোন২৪