আন্দ্রে রাসেল, মরগান, ডেভিড ওয়ার্নার, রশিদ খান বা প্যাট কামিন্স৷ দুই দলে অনেক তারকাই রয়েছেন৷ কিন্তু গতকাল রবিবার আবু ধাবিতে কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচের শুরু থেকে সবার নজর কেড়েছিলেব মাঠে থাকা দুই আম্পায়ারদের মধ্যে একজন৷ রকস্টার লুক থেকে শুরু করে আম্পায়ারিং-এর ধরন, খেলা শুরুর পর থেকেই সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে চলে আলোচনা।
নাম তার ‘পশ্চিম পাঠক’। গতকাল দু’দলের ক্রিকেট তারকাদের পাশাপাশি সঙ্গী আম্পায়ার সুন্দরম রবিকে নিয়ে পশ্চিম মাঠে নামতেই চোখ ঘুরিয়ে দিয়েছেন অনেকের। কাঁধছা়ড়ানো কোঁকড়া চুল। চোখ ঢাকা রোদচশমায়। পশ্চিমের এহেন স্টাইলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের জগতে।
কে এই পাঠক? চলতি আইপিএলে তাঁর প্রথম ম্যাচ হলেও এক দশকেরও বেশি সময় ধরে আম্পায়ারিং করছেন পশ্চিম। ঘরোয়া ক্রিকেটে তাঁকে দেখা গিয়েছে গত ২০০৯ সাল থেকে। ২০১২-তে মহিলাদের ২টি আন্তর্জাতিক ম্যাচেও মাঠে নেমেছিলেন তিনি। সেই সাথে আইপিএলেও নতুন নন তিনি। ২০১৪-১৫ আইপিএল মিলিয়ে মোট ৪টি করে ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিং করেছেন পশ্চিম।
সূত্রঃ স্পোর্টসজোন২৪