শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। ক্রিজে নিজের প্রথম আইপিএল সেঞ্চুরি করা শেখর ধাওয়ান ও অক্ষায় প্যাটেল। বোলিং দায়িত্বে বরিন্দ্র জাদেজা। কঠিন সমিকরণকে সহজ করে এক বল বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালস জয় নিজেদের করে নেয়।
অক্ষায় প্যাটেলের পরপর তিন ছয়ে পাশা পালটে যায়। ১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে শেখর ধাওয়ানের সেঞ্চুরির উপর ভর করে ৭ উইকেটের জয় নিজেদের করে নেয় দিল্লি। ৫৮ বলে ১০১ রানে অপরাজিত থাকের গাব্বার সিং।
এর আগে (১৭ অক্টোবর) সারজা ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফ্লিপস ডুপ্লেসির ৫৮ রানে ভর করে ৪ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে।
৯ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ সেরা : শেখর ধাওয়ান।
সূত্রঃ আমাদের সময়