রাতে মুখোমুখি হচ্ছে দিল্লি-চেন্নাই, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 17, 2020 1,062
রাতে মুখোমুখি হচ্ছে দিল্লি-চেন্নাই, দেখে নিন সম্ভাব্য একাদশ

আজ আইপিএলের ডবল হেডারে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। শারজায় হতে চলেছে এই মহারণ। আইপিএলে এবারের অন্যতম সেরা দল হিসেবে নিজেদের তুলে ধরেছে শ্রেয়স আইয়রের দল।


অপরদিকে প্রথম পর্বের ব্যর্থতা ভুলে দ্বিতীয় পর্বে নিজেদের চেনা ছন্দে ফিরতে মরিয়া এমএস ধোনির দল। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কিছুটা ছন্দেও ফিরেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। আজ শারজায় আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।


আজেকর ম্যাচে চেন্নাই সুপার কিংস দলও অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। তবে প্রতিযোগিতায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে সিএসকের। তাই এখন প্রত্যেকটি ম্যাচ তাদের কাছে কার্যত ডু অর ডাই। আজ দিল্লির বিরুদ্ধে সিএসকের ওপেনিংয়ে থাকছেন শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি।


মিডল অর্ডারে থাকছেন অম্বাতি রায়ডু ও অধিনায়ক ধোনি।অলরাউন্ডার স্যাম কুরান, ডোয়েইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা। এই তিন জনই পুরো চার ওভার বল করতেও সক্ষম। বোলিং লাইনআপে থাকছেন দীপক চাহার, শার্দুল ঠাকুর, করণ শর্মা ও পীযুষ চাওলা।


অপরদিকে,এখনও পর্যন্ত যা খবর, দিল্লি ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন পৃথ্বী শ, শিখর ধওয়ান। মিডল অর্ডারে থাকছেন শ্রেয়স আইয়র, অজিঙ্কে রাহানের জায়গায় দললে ফিরতে পারেন ঋষভ পন্থ। অ্যালেক্স ক্যারের জায়গায় দলে ফিরতে পারেন শেমরন হেটমায়ার।


শেষে হার্ড হিটারের ভূমিকায় থাকছেন মার্কাস স্টয়নিস। বোলিং লাইনআপের স্পিন বিভাগের দায়িত্বে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন, অ্যাক্সর প্যাটেল। পেস বোলিং অ্যাটাকের দায়িত্ব সামলাবেন কাগিসো রাবাড, আনরিখ নর্ৎজে ও তুষার দেশপান্ডে।


দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান কিন্তু অনেকটাই এগিয়ে রাখছে এমএস ধোনির দলকে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২২ বার সাক্ষাৎ হয়ে দুই দলের।


চেন্নাই সুপার কিংস জিতেছে ১৫ বার ও ৭ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস। তবে এবারের আইপিএলে ফর্মের বিচারে সিএসকের থেকে অনেক এগিয়ে দিল্লি। তাই আজকে ম্যাচে দিল্লিকেই ফেভারিট ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


সূত্রঃ এশিয়া নেট নিউজ