ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ প্রথম ম্যাচে মুখোমুখি বেন স্টোকসের রাজস্থান রয়্যালস ও এবি ডি ভিলিয়ার্সের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাইয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।
প্রথম লেগে নিজেদের সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে দারুণ ছন্দে ছিল বিরাট কোহলির দল। কিন্তু শেষে ম্যাচে লিগ টেবিলের একেবারে নীচে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে ধাক্কা খেয়েছে আরসিবি। তাই আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সরা।
অপরদিকে,সানরাইজার্সের বিরুদ্ধে জয়ে ফিরলেও, শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফের হারের মুখ দেখতে হয় স্টিভ স্মিথের দলকে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আরসিবির বিরুদ্ধে ম্যাচ কার্যত ডু অর ডাই রাজস্থান রয়্যালসের কাছে। কিন্তু দলের ব্যাটিং-বোলিং লাইনআপে একাধিক সমস্যায় জর্জরিত রয়্যালসরা। ব্যাটিং লাইনআপে রানের মধ্যে নেই জস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসনরা।
ব্যাঙ্গালোর সম্ভাব্য সেরা একাদশঃ
দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, উসুরু উদানা, উমেশ যাদব, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।
রাজস্থানের সম্ভাব্য সেরা একাদশঃ
জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রিয়ান পারাগ, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগী।
সূত্রঃ স্পোর্টসজোন২৪