আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে লিগ টেবিলে এক ধাপ ওপরে উঠল রোহিত শর্মা শিবির। ইতিমধ্যে করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আমিরশাহীতে আইপিএল ২০২০ পার করে ফেলেছে ২৮ দিন। দেখে নেওয়া যাক টুর্নামেন্টের পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে।
• পয়েন্ট তালিকার প্রথম চার দল
২৮ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্টে অবস্থান করছে রোহিত শর্মার দল দল। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। আট ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আট ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কেকেআর।
• পয়েন্ট তালিকার শেষ চার দল
৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। ষষ্ঠ স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করেছেন রোহিত শর্মারা। আট ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েও আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার অষ্টম স্থানেই অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব।
• অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে এগিয়ে কে
শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলে চলতি আইপিএলে কমলা টুপির লড়াইয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন কেএল রাহুল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ৪৪৮ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মায়াঙ্ক আগরওয়াল সমপরিমাণ ম্যাচ খেলে ৩৮২ রান করেছেন।
• পার্পেল ক্যাপের লড়াইয়ে এগিয়ে কে
আট ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়ে আইপিএল ২০২০-তে কমলা টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জোফ্রা আর্চার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট ৮ ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪