লক্ষ্য ছিল মাত্র ১৪৯ রান। দুবাই শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই রান তাড়া করতে নেমে মুম্বাই যখন জয় নিজেদের করে নেয় তখনও খেলার ১৯ বল বাকি। কুইন্টন ডিককের ৪৪ বলে অপরাজিত ৭৮ রানে ভর করে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌচ্ছে যায় রহিত শর্মার দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে দলটি।
এর আগে (১৬ অক্টোবর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্যাট কামিন্সের অভিষেক অর্ধশতকে এই পুঁজি পায় কেকেআর।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কলকাতার ওপেনার রবি ত্রিপাথি। ৯ বলে ৭ রান করে ফিরেন তিনি।
এরপর ৫ রান করে ফিরে যান নিতিশ রানা। দারুণ শুরু করলেও ২৩ বলে ২১ রান করে ফিরেন শুভমান গিল। একই ওভারে ৪ রান করে ফিরেন অধিনায়ক থেকে সরে দাঁড়ানো কার্তিক।
৬ষ্ঠ উইকেট জুটিতে ৮৭ রানের জুটি গড়ে তৈরি হলে লড়াইয়ের পুঁজি পায় কলকাতা। সেই রান টপকাতে মুম্বাইয়ের কোন বেগই পেতে হয়নি। ম্যাচ সেরা : কুইন্টন ডিকক
সূত্রঃ আমাদের সময়