আজ মুখোমুখি মুম্বাই-কলকাতা, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 16, 2020 1,506
আজ মুখোমুখি মুম্বাই-কলকাতা, দেখে নিন সম্ভাব্য একাদশ

৩২তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার (১৬ অক্টোবর) আবুধাবিতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।


সাত ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের ২ নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে জয়ে দারুন আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। দুই দলের প্রথম লড়াইয়ে ৪৯ রানের জয় পেয়েছিল মুম্বাই। ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ ও জেমস প্যাটিনসনরা বল হাতে জ্বলে উঠলে আবারো জয় পেতে পারে মুম্বাই।


অন্যদিকে, ৭ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের চারে কলকাতা। প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে হারের প্রতিশোধ নিতে চায় ব্রেন্ডন ম্যাককালাম শিষ্যরা। তবে ইনজুরির কারণে এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা আছে সুনিল নারিনের।


কলকাতার সম্ভাব্য সেরা একাদশ : রবি ত্রিপাথি, শুভমান গিল, টম ব্যান্টন, নিতিশ রানা, ইয়ন মরগ্যান, দিনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কেএল নাগারকতি, প্রসিধ কৃষ্ণা, বরুন অরুণ।


মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য সেরা একাদশ: কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সুর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট এবং জসপ্রিত বুমরাহ।


সূত্রঃ সময় টিভি অনলাইন ও স্পোর্টসজোন২৪