আজ মুখোমুখি হচ্ছে নাজমুল-তামিম একাদশ

ক্রিকেট দুনিয়া October 15, 2020 1,822
আজ মুখোমুখি হচ্ছে নাজমুল-তামিম একাদশ

বিসিবি প্রেসিডেন্টস কাপে আসরের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি তামিম একাদশ ও নাজমুল একাদশ। মিরপুর হোম অব ক্রিকেটে জয়ের লক্ষ্য নিয়ে দুপুর দেড়টায় মাঠে নামবে দুই দল। খেলাটি সরাসরি দেখতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ফেসবুক পেজে।


আসরের উদ্বোধনী ম্যাচে জয় পেয়ে আসর শুরু করে শান্তের দল। মাহমুদউল্লাহ একাদশকে ৪ উইকেটে হারিয়েছে নাজমুল একাদশ। অন্যদিকে আসরের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে আসর শুরু করে তামিম ইকবালের দল। মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ৫ উইকেটে হারে তামিম একাদশ। ফলে এই ম্যাচে জয় নিয়ে ঘুরে দাড়াতে চায় তামিম একাদশ।


তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত/ আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মোহাম্মদ শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।


নাজমুল একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান সুক্কুর, তাসকিন আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ নাঈম হাসান, রিশাদ হোসেন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪